বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: জাগো ব্যথার ঠাকুর ব্যথার ঠাকুর জাগো
জাগো     ব্যথার ঠাকুর ব্যথার ঠাকুর জাগো
                    হে পাষাণ দেবতা।
            তুমি না হরিলে, হরি,
                    কে হরিবে প্রাণের ব্যথা॥
            তুমি সব হরিলে,
            ওহে নিখিল-হরণ সব হরিলে।
            আমার যা-কিছু ছিল প্রিয়তম
            হরি হে,         সে-সব হরিয়া নিলে॥
            আমি             হয়েছি পথের ভিখারিনী,
                    রাজার রাণী নেমেছি ধূলায়
                            হয়েছি পথের ভিখারিনী।
তাই         শাপ দেই বড় দুঃখে,
তুমি         এই দুখিনীর সন্তান হ'য়ে
               আসিবে আমার বুকে।
তুমি আমার বক্ষে হাসিবে, কাঁদিবে
                খেলিবে, কহিবে কথা
        ব্রজের গোপাল! সেদিন ভুলিব
                আমার প্রাণের ব্যথা॥