ধ্রুব
ভারতে নির্মিত সবাক কাহিনি-চলচ্চিত্র।

প্রযোজনা: ম্যাডান থিয়েটার্স
পরিচালক: সত্যেন্দ্রনাথ দে, কাজী নজরুল ইসলাম
কাহিনি: গিরিশচন্দ্র ঘোষ
মুক্তি:  ১ জানুয়ারি ১৯৩৪ (সোমবার, ১৭ পৌষ ১৩৪০)
প্রেক্ষাগৃহ: ক্রাউন টকি হাউস
ভাষা: বাংলা।
ফিল্ম: ৩৫ মিমি
রঙ: সাদা-কালো

১৯৩৩ খ্রিষ্টাব্দে ম্যাডান থিয়েটার্স সবাক চলচ্চিত্র প্রকল্পে ভারতীয় পৌরাণিক কাহিনি অবলম্বনে 'ধ্রুব' নামে একটি চলচ্চিত্র তৈরির উদ্যোগ নেয়। এই কোম্পানি ছবিটি পরিচালনার দায়িত্ব দেন সত্যেন্দ্রনাথ দে-কে। এই ছবিতে অনেকগুলো ব্যবহার করা হয়। তাই সহ পরিচালক হিসেবে সঙ্গীত রচনা এবং সঙ্গীত পরিচালনার দায়িত্ব দেওয়া হয় কাজী নজরুল ইসলামকে। এই ছবিটির কাহিনিকার ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৩৪ খ্রিষ্টাব্দের  ১ জানুয়ারি  (সোমবার, ১৭ পৌষ ১৩৪০)। মুক্তি পেয়েছিল  'ক্রাউন টকি হাউস'-এ।

ম্যাডান থিয়েটার্স বিভিন্নভাবে নজরুলের প্রাপ্য সম্মানী নিয়ে প্রতারণা করায় ১৯৩৪ সালে এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেন তিনি।

এই ছবিতে নজরুল ইসলাম দেবর্ষি নারদের চরিত্রে অভিনয় করেন। ছবিটিতে মোট ১৮টি গান ছিল। এর ভিতরে ১৭টি গান ছিল নজরুলের রচিত ও সুরারোপিত। তিনি নারদের চরিত্রের নির্বাচিত ৩টি গানে একক কণ্ঠও দিয়েছিলেন। এছাড়া ধ্রুব চরিত্রের কণ্ঠদানকারী শিশু শিল্পী মাস্টার প্রবোধের সাথে একটি গানে কণ্ঠ দিয়েছিলেন।
  1. অন্তরে তুমি আছ প্রেমময় ওহে হরি [তথ্য]
  2. অবিরত বাদর বরষিছে ঝরঝর  [তথ্য]
  3. আমি রাজার কুমার পথ ভোলা [তথ্য]
  4. কাঁদিসনে আর কাঁদিসনে মা [তথ্য]
  5. গহন বনে শ্রীহরি নামের [তথ্য]
  6. চমকে চপলা মেঘে মগন গগন [তথ্য]
  7. জয় পীতাম্বর শ্যাম সুন্দর [তথ্য]
  8. জাগো ব্যথার ঠাকুর [তথ্য]
  9. দাও দেখা দাও দেখা [তথ্য]
  10. ধূলার ঠাকুর, ধূলার ঠাকুর [তথ্য]
  11. নাচো বনমালী করতালি দিয়া [তথ্য]
  12. ফিরে আয় ওরে ফিরে আয় [তথ্য]
  13. ফুটিল মানস-মাধবী-কুঞ্জে (মম মানস-মাধবীলতার) [তথ্য]
  14. মধুর ছন্দে নাচে আনন্দে [তথ্য]
  15. শিশু নটবর নেচে নেচে যায় [তথ্য]
  16. হরি নামের সুধায় ক্ষুধা তৃষ্ণা নিবারি [তথ্য]
  17. হৃদি-পদ্মে চরণ রাখো [তথ্য]
  18. হে দুখ-হরণ ভক্তের শরণ [তথ্য]