বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: গহন বনে শ্রীহরি নামের মোহন বাঁশি কে বাজায়
গহন বনে শ্রীহরি নামের মোহন বাঁশি কে বাজায়।
ভুবন ভরি' সেই সুরেরি সুরধুনি বয়ে যায়॥
সেই নামেরি বাঁশির সুরে, বনে পূজার কুসুম ঝুরে
সেই নামেরি নামাবলি, গ্রহ তারা আকাশ জুড়ে
অন্ত বিহীন সেই নামেরি সুর-স্রোতে কে ভাসবি আয়॥
-
ভাবসন্ধান:
ধ্রুব
চলচ্চিত্রে নারদ চরিত্রের রূপদানকারী নজরুল ইসলাম এই গানটি গেয়েছিলেন। এ
গানের কথা নারদের, নজরুল শুধু গায়ক মাত্র। নারদের হয়ে কবি শ্রীহরি নাম বা 'হরিনাম'-এর মহিমা
উপস্থাপন করেছেন মাত্র। হরি ছড়িয়ে আছেন বিশ্বব্যাপী। এ গানের বাঁশরির সুর হলো শ্রীহরি তথা বিষ্ণুর নাম বন্দনা। গহন বনে কোন
একা অজানিত বংশীবাদকের বাদিত মোহন বাঁশির ধ্বনিতে নারদ শুনতে পান- শ্রীহরির
নামকীর্তন। জগৎব্যাপী সে ধ্বনি প্লাবিত হয় সেই সুরধুনিতে।
মহাকাশের গ্রহ-তারা তথা সমগ্র সৃষ্টি, যেন সেই নামেরই নামাবলি (গলায় ধারণ করা হরিনাম লেখা চাদর বা পবিত্র চিহ্ন)।
এই অন্তহীন, চিরন্তন নামের সুরের স্রোতে নিজেকে ভাসিয়ে দিয়ে মুক্তি বা শান্তি
পাওয়ার জন্য সবাইকে আহ্বান করা হয়েছে।
-
রচনাকাল ও স্থান:
১৯৩৪ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি ‘ধ্রুব’ নামক
চলচ্চিত্রটি মুক্তি পায়। এই চলচ্চিত্রে গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময়
নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৭ মাস।
-
চলচ্চিত্র:
ধ্রুব।
ক্রাউন টকি হাউস। ১ জানুয়ারি ১৯৩৪ (সোমবার, ১৭ পৌষ ১৩৪০)।
নারদের গান। শিল্পী: কাজী নজরুল ইসলাম]
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
৩৭৬]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ত্রয়োদশ খণ্ড।
প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০১/অক্টোবর ১৯৯৪।
সপ্তম গান] [নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি, হিন্দুধর্ম, বৈষ্ণব। বিষ্ণু বন্দনা। চলচিত্রের গান [ধ্রুব]
- সুরাঙ্গ:
স্বকীয়