বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ভালোবাসি কলঙ্কী চাঁদ মেঘের পাশে

মহুয়া মদ খেয়ে যেন বুনো মেয়ে
(চৈতি রাতে লো) নিশির চাঁদ ঢুলে আবেশে।
নিশুতি রাতি পেল তাহার চাঁদ গো,
আমার চাঁদ-কেন বিদেশে॥
সখি, বাঁশি বাজে দূরে পাহাড়ে,
যত নেশা বাড়ে তত মনে পড়ে লো তাহারে।
আমার এলো খোঁপায় দিবে
দোপাটি ফুল কবে সে এসে॥
বুনো হরিণ চেয়ে আছে ঝর্না তীরে,
সে অম্‌নি করে চাইত ফিরে ফিরে।
সে মাদল বাজাবে কবে আদুল গায়ে
আবার সখি আমার গা ঘেঁসে॥