দেবী দুর্গা
বাংলা মঞ্চ নাটক

নাটকটির রচয়িতা ছিলেন মহেন্দ্রনাথ গুপ্ত। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ১৮ অক্টোবর (বুধবার, ১ কার্তিক ১৩৪৬), কলকাতার মিনার্ভা থিয়েটারের রঙ্গমঞ্চে নাটকটি প্রথম মঞ্চস্থ হয়। এই নাটকটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল। নাটকটির গীতিকার ও সুরকার ছিলেন- কাজী নজরুল ইসলাম। [দেখুন: নাট্যপরিচিতি]

 ব্রহ্মমোহন ঠাকুর তাঁর 'নজরুল সঙ্গীত নির্দেশিকা' গ্রন্থে বিমলভূষণের সূত্রে উল্লেখ করেছেন- নাটকটি কলকাতা বেতার কেন্দ্র থেকে ঝুমুর গীতিচিত্র নামে প্রচারিত হয়েছিল। সম্প্রচারের সময় সম্পর্কে উল্লেখ করেছেন 'অজ্ঞাত'।

এই নাটকে নজরুলের রচিত মোট ১২টি গান ব্যবহৃত হয়েছিল। গানগুলো হলো-
  1. হে ঊষা ! অরুণিতে আকাশ  [তথ্য]
    প্রথম অঙ্ক। প্রথম দৃশ্য। বেদগান
  2. ঢালো মদিরা মধু ঢালো  [তথ্য]
    প্রথম অঙ্ক। দ্বিতীয় দৃশ্য। নর্তকীদের গান
  3. পরমা প্রকৃতি দুর্গে শিবে [তথ্য]
    প্রথম অঙ্ক। চতুর্থ দৃশ্য। নর্তকীদের গান
  4. আয় ঘুম আয়! সাপিনীর দংশনে যেমন  [তথ্য]
    প্রথম অঙ্ক। চতুর্থ দৃশ্য। মায়াকন্যাদের  গান
  5. সই চাঁদ কত দূরে [তথ্য]
    দ্বিতীয় অঙ্ক। প্রথম দৃশ্য।  জন্মান্ধ রাজকন্যা মিত্রবন্ধ্যার সখীগণের গান।
  6. জাগো দেবী দুর্গা চণ্ডিকা মহাকালী  [তথ্য]
    দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় দৃশ্য। আনন্দের গান।
  7. লহ লহ লহ মোহিনী মায়া আবরণ  [তথ্য]
    দ্বিতীয় অঙ্ক। তৃতীয় দৃশ্য। মায়াকন্যাগণের গান।
  8. ভালোবাসি কলঙ্কী চাঁদ [তথ্য]
    দ্বিতীয় অঙ্ক। তৃতীয় দৃশ্য। মায়ার গান।
  9. মহুয়া মদ খেয়ে যেন বুনো মেয়ে [তথ্য]
    তৃতীয় অঙ্ক। প্রথম দৃশ্য। মায়ার গান।
  10. নিপীড়িতা পৃথিবীকে করো করো ত্রাণ [তথ্য]
    চতুর্থ অঙ্ক। প্রথম দৃশ্য। ধরিত্রীর গান।
  11. একাকিনী বিরহিনী জাগি [তথ্য]
    চতুর্থ অঙ্ক। দ্বিতীয় দৃশ্য। ধরিত্রী র গান।
  12. এ দুর্দিন রবে না তোর  [তথ্য]
    চতুর্থ অঙ্ক। তৃতীয় দৃশ্য। ধরিত্রী র গান।