বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কত নিদ্রা যাও রে কন্যা জাগো একটুখানি
         কত নিদ্রা যাও রে কন্যা            জাগো একটুখানি
         যাবার বেলায় শুনিয়া যাই          তোমার মুখের বাণী॥
         নিশীথিনীর ঘুম ভেঙ্গে যায়         চন্দ্র যখন হেসে তাকায় গো
         চাতকিনী ঘুমায় কি গো             দেখলে মেঘের পানি॥
         ফুলের কুঁড়ি চোখ মেলে চায়       যেই না ভ্রমর বোলে (রে কন্যা)
         বসন্ত আসিলে রে কন্যা             বনের লতা দোলে (রে কন্যা)।
         যারা আছে প্রাণে প্রাণে              জাগে তারা ঘুম না জানে
         আমি যখন রইব না গো             (তখন) জাগবে তুমি জানি॥