বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: তুমি কি নিশীথ-চাঁদ ভাঙাতে ঘুম
                 তাল: ফের্‌তা
স্ত্রী       : তুমি কি নিশীথ-চাঁদ ভাঙাতে ঘুম
                       চুপি চুপি আসিলে বাতায়নে।
পুরুষ   : তুমি কি গো বন-দেবী পুষ্প-শোভিতা
                       চেয়ে আছ কোন্ দূরে আনমনে॥
স্ত্রী       : তোমারে হেরিয়া ফোটে মালতী হেনা
                                          হে চির চেনা
পুরুষ   : সুদূর বনান্তে সমীরণ হেরি' তোমায় হ'লো অধীর
                                   পাপিয়া ডাকে বকুল বনে॥
           : তব কলঙ্ক অধিক মধুর লাগে হে কলঙ্কী চাঁদ,
             তোমারে হেরিয়া যত সাধ জাগে প্রাণে জাগে তত অবসাদ।
পুরুষ    : তোমার ছায়া প'ড়ে মোর আননে
             কলঙ্কী নাম হলো মোর এই ভুবনে।
উভয়ে    : আকাশের চাঁদে কুমুদ ফুলে
              মিলন হ'লো ধরার ভুলে
                        অশ্রুসায়রে সঙ্গোপনে॥