বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: শুনতিছ? ও বিন্দে ও কনে বাড়ির ঝি!
 

নাটিকা: ‘বিয়ে বাড়ি’

চাকর:     শুনতিছ? ও বিন্দে! ও কনে বাড়ির ঝি!
             এ্যাঃ কথাটা মোটেই কানে যাচ্ছে না!
             বলি একবার ফিরে চাইয়েই দ্যাখো!
             ও বিন্দে! ঘাড় ফিরায়ে চাও তোমার ঐ চোখ মেলে।
             সত্যি বল্‌তিছি, তুমি সগ্যে যাবা আমার মতন লোক পেলে॥
ঝি:         ‘তুই বরের বাড়ির চাকর, সেই সম্পক্কে বেহাই
             তাই পেলি আজ রেহাই।
             নইলে পোড়ার মুখে দিতাম ঢেলে বাসি-আকার ছাই॥
চাকর:    কেডা কলো বিন্দে, মোগো সম্পক্ক নাই?
            আমি তোমার ননদের যে একমাত্র ভাই।
            তাকি ভুলে গেলে?
ঝি:        মর্‌ মিন্‌সে সয় না সবুর হাড় জ্বালাতে ফের এলে।
            ঘেমে নেয়ে উঠেছো যে বিরহেরি বোঝা ঠেলে!
            একটু দাওয়ার বোসো।
চাকর: [বাতাস কর্‌বা নাকি?]
ঝি:        আঃ চুপ্‌, চুপ্‌ করে ঐ দাওয়ায় বোসো
            হওয়ায় মাথা ঠাণ্ডা হবে, ঐ দাওয়ায় বোসো
            প্রেম-পাগলের দাওয়াই যে ঐ!
চাকর:   আজ হ্যাঁকোচ্‌-প্যাঁকোচ্‌ কর্‌তিছে প্রাণ পুলকেরই ঠেলায়।
ঝি:       আর এক-যাত্রায় পৃথক ফল আমাদেরই বেলায়!
            মোরা গিলব অঢেল আনন্দে, আজ একটু ছাড়া পেলে।
চাকর:   যেমন দুর্ভিক্ষেরই দেশের মানুষ গো-গেরাসে গেলে॥