বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম: আদায় আর কাঁচকলায়
        [অতি তুচ্ছ গোরাচাঁদ বলছেন :]
আদায় আর কাঁচকলায় মিলন মোদের স্বামী-স্ত্রীতে।
(আছে) সদাই লেগে ঠুকুস ঠাকুস ছুতোর রাজমিস্ত্রীতে॥
আমি বলি স্ত্রীর চেয়ে শালী সে ঢের ভালো
তা হোক যে মোট্কা পিলে পট্কা হাঁদা খাঁদা কালো,
বাবা তাক্ সবারই ঘরের চেয়ে পরের সামগ্রীতে॥
(তখন আমার স্ত্রী বলেন) তুমি আমার স্বামী না কাঁচকলা
বড়ঠাকুরকে বরং স্বামী বললেও যায় বলা,
(আছেন) সদই দিদির আঁচল ধ’রে, পা টেপেন নিভৃতে॥
আমি বলি (বড্ড ভয়ে ভয়ে বলি) দেখছ বপু? দেবো তোমায় চেপ্টে!
পাটিসাপ্টা পিঠের মতন স্ত্রী ধনে লেপ্টে,
গজ-কচ্ছপ যুদ্ধ বাধে কাব্লি ও কাফ্রিতে॥
সদাই ঝগড়া ঝগড়ি যেন চোর পুলিশে কুস্তি
লেগেই আছে সাপে নেউলে নেই একটুও স্বস্তি,
(বাজে) ভাসুর-ভাদ্র-বৌ-সুর সদা হৃদয় তন্ত্রীতে॥
[আর বিয়া করুম না]।