বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: জ্বালিয়ে আবার দাও
জ্বালিয়ে আবার দাও আমার নিভিয়ে দেওয়া দীপ।
পরিয়ে আবার দাও শুভ সীমন্তে মোর টীপ॥
            খোল খোল রুদ্ধ দ্বার
            আনো গন্ধরাজের হার,
আধো অঞ্চলে আমার বসো হৃদয়-অধিপ॥
মোর নিরাভরণ কর্ কর কঙ্কন মুখর,
কর উজল, ওগো চাঁদ, আমার আঁধার নীলাম্বর।
            মম অশ্রু-বরষায়
            এসো রামধনুরই প্রায়,
প্রেম-কদম্ব-শাখায় আবার ফুটিয়ে তোলো নীপ॥