বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: স্নিগ্ধ শ্যাম-বেণী-বর্ণা এসো মালবিকা
রাগ: মিঞা কী মল্লার, তাল: কাহার্‌বা
স্নিগ্ধ শ্যাম-বেণী-বর্ণা এসো মালবিকা
অর্জুন-মঞ্জরি-কর্ণে গলে নীপ-মালিকা, মালবিকা॥
         ক্ষীণা তন্বী জল-ভার-নমিতা
         শ্যাম জম্বু-বনে এসো অমিতা
আনো কুন্দ মালতী যুঁই ভরি থালিকা, মালবিকা॥
        ঘন নীল বাসে অঙ্গ ঘিরে
        এসো অঞ্জনা রেবা-নদীর তীরে
        পরি' হংস-মিথুন আঁকা শাড়ি ঝিল্‌মিল্
        এসো ডাগর চোখে মাখি সাগরের নীল
ডাকে বিদ্যুৎ ইঙ্গিতে দিগ্‌-বালিকা, মালবিকা॥