বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: বহু পথে বৃথা ফিরিয়াছি প্রভু হইব না আর পথহারা
 
            তাল: দাদরা
বহু পথে বৃথা ফিরিয়াছি প্রভু হইব না আর পথহারা
বন্ধু স্বজন সব ছেড়ে যায় তুমি একা জাগো ধ্রুবতারা॥
            মায়ারূপী হায় কত স্নেহ-নদী,
            জড়াইয়া মোরে ছিল নিরবধি,
সব ছেড়ে গেল, হারাইনু যদি তুমি এসো প্রাণে প্রেম ধারা॥
ভ্রান্ত পথের শ্রান্ত পথিক লুটায় তোমার মন্দিরে,
প্রভু আরো যদি কিছু আছে মোর প্রিয় লও বাঁচায়ে বন্দীরে।
            ডাকি' লও মোরে মুক্ত আলোকে
            তব আনন্দ-নন্দন-লোকে,
শান্ত হোক এ ক্রন্দন, আর সহে না এ বন্ধন-কারা॥