বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম : এবারের পূজা মাগো দশভূজা বড় দুর্গতিময়
   নাট্য-গ্রন্থ: ‘ব্লাক আউট’,

ওমা পেঁচা যদি খ্যাঁচ খ্যাঁচায় মা মাচায় উঠিয়া বসি,
বউ যদি হাঁচে ফ্যাঁচ ক'রে ভয়ে কাছা পড়ে খসি।
ঘুটঘুটে এই অন্ধকারে (মা) হৃদয় হ'য়েছে ঘুঁটে।
অঙ্গ কুঁচকে হ'য়েছে পুঁচকে হাত পা হ‌'য়েছে কুটে।
প্রতি পদে পথে পতনের ভয় আপনি দুই পা নাচে,
দেখি ভাঁড় ভরা ধেনো মাড় খেয়ে, ষাঁড় পাঁড় হয়ে পড়ে আছে।
হাত থাকতে হয়েছিস্‌ মাগো শ্রীজগন্নাথ ঠুঁটো,
পাছে ক্ষুধায় জ্ব'লে ছেলেরা তোর ভাত চায় দু'মুঠো।
দশ হাত তোর বাতে অবশ কি আর দিবি বল?
দেবার মধ্যে দিয়েছিস মাগো শুধুই চোখের জল !
আঁধার রাতি নেইকে| বাতি ঠাকুর দেখবে কে?
দেওয়ালী তোর জ্ব'লবে সেদিন দেয়াল ভেঙ্গেদে
                                [মা দেয়াল ভেঙ্গেদে!]

এ মন আঁধারের দেয়াল ভেঙ্গেদে!
পথ ঘাট আজ তিমির ঘের৷ সর'ছে ঘরের মাল
ঘরের আলো নিবলো এবার প্রাণের আলো জ্বাল ॥
                                [মা গো- প্রাণের আলো জ্বাল। ]