বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কহিস লো সখি মাধবে কেমনে কাদিয় বায়

কহিস লো সখি মাধবে মথুরায়
কেমনে রাধার কাঁদিয়া বরষ যায়।
খর বৈশাখে কী দাহন থাকে বিরহিণী শুধু-জানে
ফটিক জলের গলা ধরে কাঁদি চাহিয়া গগন-পানে
'সিত-চন্দন পদ্মপাতায়-
দারুণ দাহন-জ্বালা না জুড়ায়
হরি-চন্দন বিনা সিত চন্দনে জ্বালা না জুড়ায় গো
শ্রীমুখ পদ্ম বিনা পদ্মুপাতায় জ্বালা না জুড়ায় গো     

বরষায় অবিরল
ঝর ঝর ঝরে জল
জুড়াইল জগতের নারী
হইল বিজলি-জ্বালা
তৃষ্ণা মিটিল না তারই।
প্রবাসে না যায় পতি
সব নারী ভাগ্যবতী
বন্ধুরে বাহু-ডোরে বাঁধে
ললাটে কাঁকন হানি
একা রাধা বিরহিণী
প্রদীপ নিভিয়ে ঘরে কাঁদে॥