বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কে দুরন্ত বাজাও ঝড়ের ব্যাকুল বাঁশি 
    রাগ: ললিত-পঞ্চম, তাল: তেওড়া
             
কে দুরন্ত বাজাও ঝড়ের ব্যাকুল বাঁশি
আকাশ কাঁপে সে সুর শুনে সর্বনাশী॥
বন ঢেলে দেয় উজাড় ক'রে
ফুলের ডালা চরণ' পরে,
নীল গগনে ছুটে আসে মেঘের রাশি॥
বিপুল ঢেউয়ের নাগর-দোলায় সাগর দুলে
বান ডেকে যায় শীর্ণা নদীর কূলে কূলে
তোমার প্রলয় মহোৎসবে
বন্ধু ওগো, ডাকবে কবে?
ভাঙবে আমার ঘরের বাঁধন কাঁদন হাসি॥