বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা (চাঁদের দেশের)
 
        তাল : দাদরা
চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা ─
চাঁদের দেশের পথ-ভোলা ফুল চন্দ্রমল্লিকা।
রঙ্-পরীদের সঙ্গিনী তুই অঙ্গে চাঁদের রূপ-শিখা॥
ঊষর ধরায় আস্‌লি ভুলে তুষার দেশে রঙ্গিনী'
হিমেল দেশের চন্দ্রিকা তুই শীত-শেষের বাসন্তিকা॥
চাঁদের আলো চুরি ক'রে আনলি তুই মুঠি ভ'রে,
দিলাম চন্দ্র-মল্লিকা নাম তাই তোরে আদর ক'রে।
            ভঙ্গিমা তোর গরব-ভরা,
            রঙ্গিমা তোর হৃদয়-হরা,
ফুলের দলে ফুলরানী তুই ─ তোরেই দিলাম জয়টিকা॥