বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম : ইয়া আল্লাহ্, তুমি রক্ষা কর দুনিয়া ও দ্বীন্


          ইয়া আল্লাহ্, তুমি রক্ষা কর দুনিয়া ও দ্বীন্।
           শান-শওকতে হোক পূর্ণ আবার নিখিল মুস্‌লেমিন।
                            আমিন আল্লাহুম্মা আমিন॥
(খোদা)   মুষ্টিমেয় আরববাসী যে ঈমানের জোরে
 তোমার  নামের ডঙ্কা বাজিয়েছিল দুনিয়াকে জয় ক'রে
(খোদা)   দাও সে ঈমান, সেই তরক্কী, দাও সে একিন্।
                                খোদা দাও সে একিন্।
                            আমিন আল্লাহুম্মা আমিন॥
     হায়!  যে-জাতির খলিফা ওমর শাহানশাহ্ হয়ে
            ছেঁড়া কাপড় প'রে গেলেন উপবাসী র'য়ে
            আবার মোদের সেই ত্যাগ দাও, খোদা
            ভোগ-বিলাসে মোদের জীবন ক'রো না মলিন।
                                    আমিন আল্লাহুম্মা আমিন॥
(খোদা)  তুমি ছাড়া বিশ্বে কারো করতাম না ভয়
            তাই বিশ্বে হয়নি মোদের কভু পরাজয়
            দাও সেই দীক্ষা শক্তি সেই ভক্তি দ্বিধাহীন।
                            আমিন আল্লাহুম্মা আমিন॥