বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কানে আজো বাজে আমার তোমার গানের রেশ
 
কানে আজো বাজে আমার তোমার গানের রেশ
নয়নে মোর জাগে তোমার নয়নের আবেশ॥
            তোমার বাণী অনাহত
            দুলে কানে দুলের মত
ও গান যদি কুসুম হত সাজাতাম মোর কেশ॥
নদীর ধারে যেতে নারি শুনে তোমার সুর
মনে আনে তোমার গান করুণ বিধুর।
            শুনি বুনো পাখির গীতি
            জাগে তোমার গানের স্মৃতি
পরান আমার যায় যে ভেসে তোমার সুরের দেশ॥