বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: মোরা এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান
 নাটিকা: ‘পুতুলের বিয়ে’, রাগ: ভৈরবী, তাল: কাহারবা

মোরা এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান।
মুসলিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ॥
        এক সে আকাশ মায়ের কোলে
        যেন রবি শশী দোলে,
এক রক্ত বুকের তলে, এক সে নাড়ির টান॥
এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল,
এক সে মায়ের বক্ষে ফলাই একই ফুল ও ফল।
        এক সে দেশের মাটিতে পাই
        কেউ গোরে কেউ শ্মশানে ঠাঁই
এক ভাষাতে মা’কে ডাকি, এক সুরে গাই গান॥