বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
আমার ধ্যানের ছবি আমার হজরত
        তাল: কাহারবা

আমার ধ্যানের ছবি আমার হজরত।
ও নাম প্রাণে মিটায় পিয়াসা,
আমার তামান্না আমারি আশা,
আমার গৌরব আমারি ভরসা,
এ দীন গোনাহ্‌গার তাঁহারি উম্মত॥
ও নামে রওশন জমীন আস্‌মান,
ও নামে মাখা তামাম জাহান্,
ও নামই দরিয়ায় বহায় উজান,
ও নাম ধেয়ায় মরু ও পর্বত॥
আমার নবীর নাম জপে নিশিদিন
ফেরেশ্‌তা আর হুর পরী জিন্
ও নাম জপি আমার ভোমরায়
পাব কিয়ামতে তাঁহার শাফায়ৎ॥