বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: পিয়া গেছে কবে পরদেশ পিউ কাঁহা ডাকে পাপিয়া
         রাগ: পাহাড়ি মিশ্র, তাল: কাহার্‌বা

পিয়া গেছে কবে পরদেশ পিউ কাঁহা ডাকে পাপিয়া,
দোয়েল শ্যামার শিসে তারি হুতাশ উঠিছে ছাপিয়া॥
            পাতারি আড়ালে মুখ ঢাকি'
            মুহুমুহু কুহু ওঠে ডাকি,
বাজে ধ্বনি তারি উহু উহু বিরহী পরান ব্যাপিয়া॥
            'বউ কথা কও' পাখি ডাকে —
            কেন মনে প'ড়ে যায় তাকে,
কথা কও বউ — ডাকিত সে মোরে, নিশীথ উঠিত কাঁপিয়া॥