বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম : আমার হাতে কালি মুখে কালি, মা

       তাল: দাদ্‌রা
আমার    হাতে কালি মুখে কালি, মা
আমার    কালি মাখা মুখ দেখে মা পাড়ার লোকে হাসে খালি॥
  মোর    লেখা পড়া হ'ল না মা,
   আমি   'ম' দেখতেই দেখি শ্যামা,
  আমি    'ক' দেখতেই কালী ব'লে নাচি দিয়ে করতালি॥
 কাল    আঁকা দেখে মা ধারাপাতের ধারা নামে আঁখি পাতে,
আমার    বর্ণ পরিচয় হ'লো না মা
            তোর বর্ণ বিনা কালী।
            যা লিখিস মা বনের পাতায়
            সাগর জলে আকাশ খাতায়,
  আমি    সে লেখা তো পড়তে পারি
            মূর্খ বলে দিক্ না গালি মা,
লোকে    মূর্খ ব'লে দিক্ না গালি॥