বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: সখি তখন আমার বালিকা বয়স বেণু শুনেছিনু যবে
                    তাল: ফের্‌তা
সখি তখন আমার বালিকা বয়স বেণু শুনেছিনু যবে।
আমি বুঝিনি সেদিন, ডাকে বাঁশুরিয়া আমারেই বেণু রবে,
                                        সখি, আমারেই বেনু রবে॥
তার বাঁশরির সুরে মাঝে মাঝে সখি শিহরিয়া উঠিতাম গো —
মনে হ'ত ঐ সুরের আড়ালে আছে যেন মোর নাম গো।
ডাকিত — 'রাধা জাগো, জাগো প্রিয়া'
হের গো যমুনা তোমার বিরহে উঠিয়াছে উথলিয়া॥
শিহরিত কলেবর, জাগিত ভীতি গো,
ওকি পূর্বানুরাগ, ও কি প্রথম প্রীতি গো। সখি গো —
সখি, হেরিণু স্বপনে নব জলধর রসে-ঢলঢল কালা
মোর বুকে এসে কাঁদে, বলে লহ, রাধে, কণ্ঠের বনমালা
তার শিরে শিখি-পাখা, চাঁচর চিকুর দোলে কপোলের কাছে লো
দোলে দোলে দোলে দোলে গো -
সে বাঁশি রেখে পায় মুখপানে চায়, কি যেন ভিক্ষা যাচে॥
আমি দিতে যে নারি লো, যাহা চায় তাহা আমি দিতে যে নারি লো;
ও বোঝে না কুলবতীর কুলের বাধা,
দিতে যে নারি লো, দিতে যে নারি লো॥