বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: সই নদীর ধারে বকুল তলায় সুবাস শীতল ছায়

                      তাল: কাহার্‌বা

         সই নদীর ধারে বকুল তলায় সুবাস শীতল ছায়
(সখি)  আকুল তাহার আঁখি দুটি কাহার পানে চায়॥
         সই যা না লো দাঁড়ায়ে, কাঁটা বিঁধেছে মোর পায়ে
         তোরা দাঁড়া সখি ক্ষণেক, (সখি) ওকি হাসিস্ কেন হায়॥
         আমার কলসিটি যে ভারি, ডালে বেঁধেছে মোর শাড়ি
         তোরা বলিস ছলে হেরি ওরে (ওলো) ছি ছি একি দায়!
         যদি হেরেই থাকি ওরে, তোরা দুষিস্ কেন মোরে
 ওলো  আমার আমি বশে নাই মোর (পাগল) আঁখির নেশায়॥