বিষয়: নজরুলসঙ্গীত
শিরোনাম: আমার মুক্তি নিয়ে কি হবে মা

                       তাল: কাহার্‌বা

  আমার   মুক্তি নিয়ে কি হবে মা, (মাগো) আমি তোরেই চাই
            স্বর্গ আমি চাইনে মাগো, কোল্ যদি তোর পাই॥
            (মাগো)  কি হবে সে মুক্তি নিয়ে,
                       কি হবে সে স্বর্গে গিয়ে;
            যেথায় গিয়ে তোকে ডাকার আর প্রয়োজন নাই॥
            যুগে যুগে যে লোকে মা প্রকাশ হবে তোর
 (আমি)   পুত্র হয়ে দেখব লীলা এই বাসনা মোর।
                       তুই, মাখাস্ যদি মাখ্‌ব ধূলি,
                       শুধু তোকে যেন নাহি ভুলি;
           তুই, মুছিয়ে ধূলি নিবি তুলি বক্ষে দিবি ঠাঁই॥