বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: যার মেয়ে ঘরে ফিরল না আজ তার ঘরে তুই যা মা উমা
                তাল: দাদ্‌রা

যার মেয়ে ঘরে ফিরল না আজ তার ঘরে তুই যা মা উমা!
আজ ঘুম নাই যে মায়ের চোখে সেই মাকে তুই জড়িয়ে ঘুমা॥
     (মা)   এমন আনন্দেরই হাটে
             কেঁদে যাহার দিবস কাটে
‘মা আমি এসেছি’ বলে, সেই জননীর খা মা চুমা॥
যে মা’র বুক শূন্য আজি, কাঁদে আয় রে গোপাল বলে,
মা! তোর দুই কুমার নিয়ে, তুলে দে সেই শূন্য কোলে।
            ওমা! এই কটি দিন বিপুল স্নেহে
            তুমি বিরাজ কর প্রতি গেহে;
সকল অভাব পূর্ণ ক'রে আনন্দ দে শান্তি দে মা॥