জাগো মালবিকা ! জাগো মালবিকা!
ডাকে তোমায় গগন-সীমায় মেঘ-বালিকা॥
বরষার মিনতি মানো, মেঘপানে ভুরু হানো,
বন-ডালি ভরি' আনো নীপ-যূথিকা॥
তব অবগুণ্ঠন খোলো, তমাল ঝুলনায় দোলো,
তরঙ্গ-লহরি তোলো সাগরিকা॥
রেকর্ড:
টুইন [ডিসেম্বর ১৯৩৫ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪২)। এফটি ৪১৭১। শিল্পী কুমারী পদ্মরাণী গাঙ্গুলী।
সুর: সুরেশ চক্রবর্তী। রাগ- আনন্দী।
[শ্রবণ
নমুনা]