বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: নিশি ভোর হলো জাগিয়া, পরান-পিয়া
 
       রাগ : ভৈরবী, তাল : কাহার্‌বা

নিশি ভোর হলো জাগিয়া, পরান-পিয়া
কাঁদে ‘পিউ কাহাঁ’ পাপিয়া, পরান-পিয়া॥
        ভুলি’ বুলবুলি-সোহাগে
        কত গুল্‌বদনী জাগে
রাতি গুল্‌সনে যাপিয়া, পরান-পিয়া॥
        জেগে রয়, জাগার সাথী
        দূরে চাঁদ, শিয়রে বাতি
কাঁদি ফুল-শয়ন পাতিয়া, পরান-পিয়া॥
        গেয়ে গান চেয়ে কাহারে
        জেগে র’স কবি এপারে
দিলি দান কারে এ হিয়া, পরান-পিয়া॥