বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: স্বপনে দেখেছি ভারত-জননী

      রাগ: পাহাড়ি, তাল: একতাল

স্বপনে দেখেছি ভারত-জননী
                    তুই যেন রাজরাজেশ্বরী।
নবীন ভারত! নবীন ভারত!
                    স্তব-গান ওঠে ভুবন ভরি’॥
শস্যে ফসলে ডেকেছে মা বান
মাঠে ও খামারে ধরে নাকো ধান
মুখভরা হাসি, হাসিভরা প্রাণ
                    নদী ভরা যেন পণ্যতরী॥
পড়ুয়ারা পড়ে বকুল-ছায়ে
সুস্থ সবল আদুল গায়ে
মেয়েরা ফিরিছে মুক্ত বায়ে
                    কল-গীতে দিক মুখর করি’।
ভুলিয়া ঈর্ষা ভোগ আসক্তি
ধরার ক্লান্ত অসুর-শক্তি
এসেছে শিখিতে প্রেম ও ভক্তি
                    নব-ভারতের চরণ ধরি’॥