বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: তোরা সব জয়ধ্বনি কর
 
তোরা সব জয়ধ্বনি কর!
        তোরা সব জয়ধ্বনি কর!
ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখির ঝড়
        তোরা সব জয়ধ্বনি কর!!
        আস্‌ল এবার অনাগত প্রলয়-নেশার নৃত্য-পাগল,
        সিন্ধু-পারের সিংহ-দ্বারে ধমক হেনে ভাঙ্‌ল আগল!
        মৃত্যু-গহন অন্ধকূপে, মহাকালের চণ্ড-রূপে ধূম্র-ধূপে
        বজ্র-শিখার মশাল জ্বেলে আসছে ভয়ঙ্কর!
                                     ওরে ঐ আসছে ভয়ঙ্কর!
                                     তোরা সব জয়ধ্বনি কর!!
       দ্বাদশ রবির বহ্নি-জ্বালা ভয়াল তাহার নয়ন-কটায়,
        দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়!
                   বিন্দু তাহার নয়ন-জলে
                    সপ্ত মহাসিন্ধু দোলে
                                  কপোল-তলে!
বিশ্ব-মায়ের আসন তারি বিপুল বাহুর 'পর
                                  হাঁকে ঐ ''জয় প্রলয়ংকর!''
তোরা সব জয়ধ্বনি কর!!
       মাভৈঃ, ওরে মাভৈঃ, মাভৈঃ, মাভৈঃ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে
       জরায়-মরা মুমূর্ষুদের প্রাণ-লুকানো ঐ বিনাশে।
                                 এবার মহা-নিশার শেষে
                                 আসবে ঊষা অরুণ হেসে
                                               করুণ্‌ বেশে!
দিগম্বরের জটায় লুটায় শিশু-চাঁদের কর!
                                           আলো তার ভরবে এবার ঘর।
                                            তোরা সব জয়ধ্বনি কর!!