রামনিধি গুপ্ত
(নিধিবাবু)-এর গানের সূচি
- অরুণ সহিতে করিয়া অরুণ আঁকি উদয় প্রভাতে। [গান-১] 
	[তথ্য]
 
- আমি কি কখন তোমা বিনা সুখী [গান-১৬] 
	[তথ্য]
 
- আর কি সহে প্রাণ বিচ্ছেদ অনল [গান-১৯] 
	[তথ্য]
 
- উদয় অরুণ মলিন হৃদয় কমল। [গান-৩] 
	[তথ্য]
 
- এই কি তোমার প্রাণ ছিল (হে) মনে? [গান-১০] 
	[তথ্য]
 
- এমন পিরীতি প্রাণ জানিলে কে কার। [গান-৬] 
	[তথ্য]
 
- কেন পিরীতি করলাম! মজিলাম হায়  [গান-৯] 
	[তথ্য]
 
- তোমার সাধনা করি সাধনা পূরিল। [গান-৮] 
	[তথ্য]
 
- দিবা অবসান হয়,কখন পাব তারে? [গান-১৩] 
	[তথ্য]
 
- দেখ না সই! এ কি বিষম হইল পিরীতি মোরে। [গান-৪] 
	[তথ্য]
 
- দেখ না সই, প্রভাতে অরুণ সহ উদয় শশী। [গান-২] 
	[তথ্য]
 
- নয়ন অন্তরে অন্তরে তোরে নিরখি মন নয়নে। [গান-১১] 
	[তথ্য]
 
- নয়ন কাতর কেন,তাহারে না দেখিলে। [গান-১৪] 
	[তথ্য]
 
- নয়নঘরে দেখরে প্রবল বিরহানল। [গান-১২] 
	[তথ্য]
 
- নয়নেরে দুঃখ দিয়া মনেতে সদা উদয়। [গান-১৫] 
	[তথ্য]
 
- বিনয়ের বশ যদি হইত যামিনী। [গান-৫] 
	[তথ্য]
 
- বিভাবরী পোহাইল, অনেকে হরিষ হল [গান-১২১] 
	[তথ্য]
 
- বিলাসে অলস রস কি হবে?  [গান-১৮] 
	[তথ্য]
 
- ভয় রবে,রাগ,নিদয় করো না। [গান-১৭] 
	[তথ্য]
 
- যুগল খঞ্জন হেরি বদন কমলে। [গান-৭] 
	[তথ্য]
 
- সুজন সহিত প্রম,কি পরমাধিক সুখ,করেছে সে জানে [গান-২০] 
	[তথ্য]