কাব্য-গ্রন্থ
রবীন্দ্র-কাব্য সংকলন।

এই কাব্য-সংকলনের প্রথম ভাগের প্রথম খণ্ড ১৩১০ বঙ্গাব্দে [১৯০৩-০৪ খ্রিষ্টাব্দ] প্রকাশিত হব। এর ভূমিকাতে উল্লেখ করা হয়-

'শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থাবলীর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হইল। প্রথম সংস্করণ ১৩০৩ সালে প্রাকশিত হইয়াছিল।'

এই বিচারে বলা যায়, 'কাব্য-গ্রন্থ' স্বতন্ত্র গ্রন্থ মনে হলেও, এটি ছিল ১৩০৩ বঙ্গাব্দে প্রকাশিত কাব্যগ্রন্থাবলীর দ্বিতীয় সংস্করণ। ১৩০৩ বঙ্গাব্দের পরে রবীন্দ্রনাথের রচিত কণিকা, কথা, কাহিনী, কল্পনা, ক্ষিণিকা ও নৈবেদ্য প্রকাশিত হয়েছিল। এছাড়া  ১৩০৩-১৩১০ বঙ্গাব্দের ভিতরে  অনেক কবিতা পত্রিকান্তের প্রকাশিত হয়েছিল। এ সকল কবিতার  সংকলন নিয়েই

গ্রন্থটি ধারাবাহিকভাবে খণ্ডে খণ্ডে প্রকাশিত হয়েছিল। প্রথম পর্যায়ে ১৩১০ বঙ্গাব্দে [১৯০৩-০৪ খ্রিষ্টাব্দ] এর বিভিন্ন খণ্ড প্রকাশিত হয়েছিল। এরপর ১৩২২ -২৩ বঙ্গাব্দ (১৯১৫-১৬ খ্রিষ্টাব্দ) এর নতুন সংস্করণ প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থের খণ্ডসমূহ এবং তার প্রকাশকালের সূচি দেওয়া হলো। প্রথম পর্যায়ের কাব্যগ্রন্থ-সমূহ (১৩১০ বঙ্গাব্দ)

১৩২২ -২৩ বঙ্গাব্দ (১৯১৫-১৬ খ্রিষ্টাব্দ) কাব্যগ্রন্থের নতুন সংস্করণের তালিকা