ভাষাংশ | রবীন্দ্রনাথ ঠাকুর | রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাসংগ্রহের সূচি


পথের সঞ্চয়-এর
গ্রন্থপরিচয়
বিশ্বভারতী-কর্তৃক প্রকাশিত ষড়্‌বিংশ খণ্ডের (বৈশাখ ১৩৯৪) ৬৫৫-৫৬ পৃষ্ঠায় মুদ্রিত পাঠানুসারে নিচের তথ্য দেওয়া হলো।


    'পথের সঞ্চয়' ১৩৪৬ সালের ভাদ্র মাসে প্রথম মুদ্রিত হয়। ১৩৫৪ সালের বৈশাখে উক্ত গ্রন্থের যে পূর্ণাঙ্গ সংস্করণ বাহির হয় রচনাবলীর বর্তমান খণ্ডে তাহাই মুদ্রিত হইল। ১৯১২ সালে বিদেশযাত্রার প্রারম্ভে ও পথে এবং ইংলন্ড ও আমেরিকায় পরিভ্রমণকালে রবীন্দ্রনাথ যে-সকল প্রবন্ধ রচনা করেন ইহা তাহারই সমষ্টি।   
    এই গ্রন্থের প্রথম মুদ্রণে, প্রবাসকালে লিখিত প্রবন্ধ ও চিঠিপত্র হইতে কয়েকটি নির্বাচিত রচনা "পরিবর্তিত আকারে" প্রকাশিত হ্‌ইয়াছিল। বর্তমান সংস্করণে নূতন প্রবন্ধ যোগ করা হইয়াছে বলিয়া, সমস্ত রচনাই মূলপাঠ অনুসারে মুদ্রিত হইল। যে-কয়টি চিঠি প্রথম সংস্করণের পরিশিষ্টে মুদ্রিত হইয়াছিল সেগুলি বর্তমান সংস্করণ হইতে বর্জিত হইয়াছে; বরীন্দ্রনাথের 'চিঠিপত্র' গ্রন্থমালায় যথাস্থানে প্রকাশিত হইবে। এই-জাতীয় অন্যান্য বহু বিলাতের চিঠি ইতিপূর্বেই 'চিঠিপত্র' চতুর্থ ও পঞ্চম খণ্ডের অন্তর্ভুক্ত হইয়াছে। ১৯১২ সালে কবির প্রবাসচিন্তার সমষ্টিরূপে পরিকল্পিত 'পথের সঞ্চয়'এর এই দ্বিতীয় সংস্করণ হইতে, ১৯২০ সালে লিখিত 'বিলাত-যাত্রীর পত্র' বর্জিত হইয়াছে; ইহাও 'চিঠিপত্র' গ্রন্থমালায় মুদ্রিত হইবে।
                ১. প্রথমসংস্করণ পথের সঞ্চয় 'বিচিত্র' নামে মুদ্রিত।


    বর্তমান সংস্করণে মুদ্রিত প্রবন্ধগুলি সমস্তই বাংলা ১৩১৯ সালে বিভিন্ন সাময়িক পত্রে মুদ্রিত। নিম্নে প্রকাশসূচী দেওয়া গেল

রচনা পত্রিকা কাল

যাত্রার পূর্বপত্র
বোম্বাই শহর
জলস্থল
সমুদ্রপাড়ি

যাত্রা
আনন্দরূপ
দুই ইচ্ছা
অন্তর বাহির
খেলা ও কাজ
লণ্ডনে
বন্ধু
কবি য়েট্‌স্‌
স্টপ্‌ফোর্ড্‌ ব্রুক
ইংলণ্ডের ভাবুক সমাজ  ইংলণ্ডের পল্লীগ্রাম ও পাদ্রি  সংগীত
সমাজভেদ
সীমার সার্থকতা
সীমা ও অসীমতা  
শিক্ষাবিধি
লক্ষ্য ও শিক্ষা
আমেরিকার চিঠি  

তত্ত্ববোধিনী
তত্ত্ববোধিনী
প্রবাসী
তত্ত্ববোধিনী
তত্ত্ববোধিনী
তত্ত্ববোধিনী
প্রবাসী
ভারতী
তত্ত্ববোধিনী
প্রবাসী
ভারতী
প্রবাসী
প্রবাসী
তত্ত্ববোধিনী
তত্ত্ববোধিনী
ভারতী
তত্ত্ববোধিনী
তত্ত্ববোধিনী
তত্ত্ববোধিনী
প্রবাসী
তত্ত্ববোধিনী
তত্ত্ববোধিনী

আষাঢ়
আষাঢ়
শ্রাবণ
শ্রাবণ
শ্রাবণ
শ্রাবণ
শ্রাবণ
শ্রাবণ
ভাদ্র
ভাদ্র
কার্তিক
কার্তিক
কার্তিক
কার্তিক
পৌষ
অগ্রহায়ণ
আশ্বিন
আশ্বিন
কার্তিক
আশ্বিন
অগ্রহায়ণ
ফাল্গুন

১. 'বিলাতের চিঠি; এই নামে প্রবাসীতে মুদ্রিত।