বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
যা হারিয়ে যায় তা আগলে ব’সে রইব কত আর
পাঠ ও পাঠভেদ:
পাঠভেদ নেই।যা হারিয়ে যায় তা আগলে ব’সে রইব কত আর
আর পারি নে রাত জাগতে, হে নাথ, ভাবতে অনিবার ॥
আছি রাত্রি দিবস ধ’রে দুয়ার আমার বন্ধ ক’রে,
আসতে যে চায় সন্দেহে তায় তাড়াই বারে বারে ॥
তাই তো কারো হয় না আসা আমার একা ঘরে।
আনন্দময় ভুবন তোমার বাইরে খেলা করে।
তুমি বুঝি পথ নাহি পাও, এসে এসে ফিরিয়া যাও—
রাখতে যা চাই রয় না তাও, ধুলায় একাকার ॥
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
অষ্টম খণ্ড [ইন্ডিয়ান প্রেস ১৩২৩, গীতাঞ্জলি, গান সংখ্যা ৩৪, পৃষ্ঠা ৩২০ ] [নমুনা]
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। ঝিঁঝিট- কাওয়ালি। পৃষ্ঠা: ৩৬৫] [নমুনা]
গীতলিপি প্রথম ভাগ (মাঘ ১৩১৬ বঙ্গাব্দ, ১৬ জানুয়ারি ১৯১০ খ্রিষ্টাব্দ)। সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড (বিশ্বভারতী)। ৪০ সংখ্যক গান। পৃষ্ঠা ২০০।
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ। পৃষ্ঠা: ৫২] [নমুনা]
সঙ্গীত-গীতাঞ্জলি (১৯২৭ খ্রিষ্টাব্দ, ১৩৩৪ বঙ্গাব্দ)। ভীমরাও শাস্ত্রী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান অষ্টাত্রিংশ (৩৮) খণ্ডের ৫ম গান। মিশ্র ঝিঁঝিট-একতাল। পৃষ্ঠা : ১৫-১৬। [নমুনা]
পত্রিকা:
তত্ত্ববোধিনী [ফাল্গুন ১৮৩১ শকাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ]। মিশ্র সিন্ধু-একতালা। পৃষ্ঠা: ১৭৬। [নমুনা]
সঙ্গীত প্রকাশিকা
[চৈত্র ১৩১৬ বঙ্গাব্দ।
সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত
হয়েছিল]
প্রকাশের
কালানুক্রম:
১১ই মাঘ
১৩১৬ বঙ্গাব্দের
৮০তম মাঘোৎসবের সায়ংকালীন
অধিবেশনে এ গানটি প্রথম গীত হয়েছিল।
এরপর গানটি প্রকাশিত হয়েছিল
তত্ত্ববোধিনী
পত্রিকার 'ফাল্গুন
১৩১৬ বঙ্গাব্দ' সংখ্যায়। এরপর
সঙ্গীত প্রকাশিকা
পত্রিকার 'চৈত্র ১৩১৬ বঙ্গাব্দ'
সংখ্যায় সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ প্রকাশিত হয়েছিল। এরপর যে
সকল গ্রন্থাদিতে গানটি অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-
গান
দ্বিতীয় সংস্করণ
(১৩১৬
বঙ্গাব্দ),
গীতলিপি
প্রথম ভাগ (১৩১৬ বঙ্গাব্দ),
গীতাঞ্জলি
প্রথম সংস্করণ
(১৩১৭
বঙ্গাব্দ),
ধর্ম্মসঙ্গীত
(১৩২১ বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড
(১৩২৩ বঙ্গাব্দ) ও
সঙ্গীত-গীতাঞ্জলি (১৩৩৪
বঙ্গাব্দ)।
এরপর ১৩৩৮ বঙ্গাব্দে গানটি
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণে
অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এরপর ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে প্রকাশিত
গীতবিতান-এর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল পূজা পর্যায়ের
উপবিভাগ
দুঃখ -এর ৪৮ সংখ্যক গান হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ২৩৯ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। গানটি একইভাবে অখণ্ড
গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলী: