১৫৬১
ফিরিয়া যদি সে আসে আমার খোঁজে ঝরা
গোলাবে।
বলিও তারে এখানে এসে
তৃষিত মরুর ধূসর গগন |
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি
:নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ,১৪১৭/ফেব্রুয়ারি,২০১৪) নামক গ্রন্থের ১৫৬১ সংখ্যক গান। পৃষ্ঠা:৪৬৮।
নজরুল স্বরলিপি চতুর্দশ খণ্ড (হরফ প্রকাশনী, ১৬ই ভাদ্র ১৪১২/শুক্রবার ২রা সেপ্টেম্বর ২০০৫) নামক গ্রন্থের ৫০ সংখ্যক গান। পৃষ্ঠা: ৮১-৮২।
২. রেকর্ড সূত্র:
৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
রাগ: রমলা
তাল : ত্রিতাল
গ্রহস্বর:সা।