১৫৬১
                রাগ: রমলা (নজরুল সৃষ্ঠ)। তাল: ত্রিতাল।       

ফিরিয়া যদি সে আসে আমার খোঁজে ঝরা গোলাবে।
আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে

            বলিও তারে এখানে এসে
              ডাকে যেন মোর নাম ধ'রে সে,
রবাব যবে কাঁদিবে রমলা সুরের কোমল রেখাবে

            তৃষিত মরুর ধূসর গগন
              হেরে যেমন মেঘের স্বপন,
তেমনি দারুণ তিয়াসা লয়ে কাটিল আমার বিফল জীবন-
একটি ফোঁটা আঁখি-জল ঝরে যেন তার হতের শরাবে      

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র:
                       
৩. রচনাকাল: ১১ই মে ১৯৪০ খ্রিষ্টাব্দের ৭টা ৫মিনিটে বেতারে প্রচারিত 'নবরাগ মালিকা' অনুষ্ঠানের পঞ্চম গান, শিল্পী ছিলেন গীতা মিত্র (বসু)। তখন কাজী নজরুল ইসলামের বয়স ছিল ৪১  বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ: 
                  
                      
৫. সুরকার: কাজী নজরুল ইসলাম।
                                                                      
৬. স্বরলিপিকার: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।  [জরুল স্বরলিপি চতুর্দশ খণ্ড , হরফ প্রকাশনী]

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
রাগ:
রমলা
তাল :
ত্রিতাল
গ্রহস্বর:
সা।