বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ১৭.
শিরোনাম:
উপল নুড়ির কাঁকন চুড়ি বাজে
পাঠ ও পাঠভেদ:
১৭.
তাল: কাহার্বা
উপল নুড়ির কাঁকন চুড়ি বাজে
বাজে ঘুম্তি নদীর জলে।
বুনো হাঁসের পাখার মত মন যে ভেসে চলে
সেই ঘুম্তি নদীর জলে॥
মেঘ এসেছে আকাশ ভ'রে ─
যেন শ্যামল ধেনু চরে
নাগিনীর সম বিজলি-ফণা তুলে
নাচে, নাচে নাচে রে।
মেঘ-ঘন গগন তলে॥
পাহাড়িয়া অজগর ছুটে আসে ঝর্ ঝর্ বেনো-জল্
দিয়ে করতালি প'রে পিয়াল পাতার মাথালি
ছিটায় জল্, গেঁয়ো কিশোরীর দল।
রিনিক্ ঝিনিক্ বাজে চাবি আঁচলে
কালনাগিনীর মত পিঠে বেণী দোলে
তীর-ধনুক হাতে বন-শিকারীর সাথে
মন ছুটে যায় বনতলে॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৪২
খ্রিষ্টাব্দের
এপ্রিল
মাসে
H.M.V.
রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি নজরুল
ইসলামের ৪৩ বৎসর বয়সে রচিত হয়েছিল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: