বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ২০.
শিরোনাম:
তুই জগত-জননী শ্যামা
আমি কি মা জগত ছাড়া
পাঠ ও পাঠভেদ:
২০.
তাল: কাহার্বা
তুই জগত-জননী শ্যামা আমি কি মা জগত ছাড়া,
কোন্ দোষে মা তুই থাকিতে আমি চির মাতৃহারা॥
পুত্র অপরাধী ব'লে মা কি তারে নেয় না কোলে,
মা শাসন করে মারে-ধরে তবু কাছ ছাড়া করে না তারা।
কোন দোষে মা তুই থাকিতে আমি চির মাতৃহারা॥
ছেলের চোখে ঠুলি দিয়ে কি মা নিজেরে লুকিয়ে রাখে
ছেলের দুঃখে মা উদাসীন দেখিনি তো এমন মাকে।
মাতৃস্নেহ পেলে শ্যামা এমন মন্দমতি হতেম না মা
তুই যাহারে হানিস হেলা তার কে মোছাবে নয়ন-ধারা
কোন্ দোষে মা তুই থাকিতে আমি চির মাতৃহারা॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না।
১৯৪০
খ্রিষ্টাব্দের
এপ্রিল
মাসে
H.M.V.
রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি নজরুল
ইসলামের ৪১ বৎসর বয়সে রচিত হয়েছিল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: