বিষয়: নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
২৮.

শিরোনাম :
স্বপ্নে দেখি একটি নতুন ঘর

পাঠ ও পাঠভেদ:

                      ২৮.
             তালঃ দ্রুত-দাদ্‌রা

         স্বপ্নে দেখি একটি নতুন ঘর
         তুমি আমি দু'জন প্রিয় তুমি আমি দু'জন।
         বাহিরে বকুল-বনে কুহু পাপিয়া করে কুজন॥
                 আবেশে ঢুলে' ফুল-শয্যায় শুই
                 মুখ টিপে হাসে মল্লিকা যুঁই
         কানে কানে গানে গানে কহে 'চিনেছি উতল সমীরণ'॥
         পূর্ণিমা চাঁদ কয়, গান আর সুর, চঞ্চল ওরা দু'জন
         প্রেম-জ্যোতি আনন্দ-আঁখিজল, ছল ছল ওরা দু'জন।
         মৌমাছি কয়, গুন্‌ গুন্‌ গান গাই
         মুখোমুখি দু'জনে সেইখানে যাই
         শারদীয়া শেফালি গায়ে পড়ে কয়

         'ব্রজের মধুবন এই তো ব্রজের মধুবন'॥

ভাবসন্ধান:

তথ্যানুসন্ধান: