বিষয়: নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
.
শিরোনাম :
আমি তব দ্বারে প্রেম-ভিখারি

পাঠ ও পাঠভেদ:

            ৫৮
       তাল : ত্রিতাল

আমি তব দ্বারে প্রেম-ভিখারি
নয়নের অনুরাগ-দৃষ্টির সাথে চাহি নয়ন-বা
রি॥
তব পুষ্পিত তনুতে, হৃদয়-কমলে
গোপনে যে প্রেম-মধু উথলে
তোমার কাছে সেই অমৃত যাচে তৃষিত এ পথচারী

জনম জনম আমি রূপ ধ'রে আসি গো,
               
       তোমারি বিরহে কাঁদিতে,
রাহুর মত আমি আসি না
                       বাহু-পাশে বাঁধিতে।
আমি ফুলের মধু চাহি, ছিঁড়ি না ফুল গো,
দূরে রহি, গাহি গান বন-বুলবুল গো,
মনোবনে আছে তব নন্দন-পারিজাত, আমি তা'রি পূজারী

ভাবসন্ধান:

তথ্যানুসন্ধান: