বিষয় :
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা :
৯০.
শিরোনাম
:
ম্লান
আলোকে ফুট্লি কেন গোলক-চাঁপার ফুল
পাঠ ও পাঠভেদ:
রাগঃ ধানি মিশ্র, তালঃ কাহার্বা
ম্লান আলোকে ফুট্লি কেন গোলক-চাঁপার ফুল।
ভূষণহীনা বনদেবী কার হ’বি তুই দুল॥
হার হ’বি কার কবরীতে
সন্ধ্যারানী দূর নিভৃতে,
ব’সে আছে অভিমানে ছড়িয়ে এলোচুল॥
মাটির ধরার ফুলদানিতে তোর হবে কি ঠাঁই,
আদর কে আর করবে তোরে, বসন্ত যে নাই হায় বসন্ত নাই ।
গোলক-চাঁপা খুঁজিস কারে ─
কোন্ গোলকের দেবতারে?
সে দেবতা নাই রে হেথা শূন্য যে আজি গোকুল॥
পাঠভেদ আছে।
ম্লান
আলোকে ফুট্লি কেন
[রেকর্ড নং N.
9726।
]
নানা আলোকে ফুট্লি কেন [''হিন্দোল'', ৪র্থ খণ্ড,
পৃঃ ১৫, স্বরলিপিকারঃ মফিজুল ইসলাম।]
কার হ’বি
তুই দুল
[রেকর্ড নং N.
9726।]
ওরে
কার হ’বি
তুই দুল [
''হিন্দোল'', ৪র্থ খণ্ড, পৃঃ ১৫, স্বরলিপিকারঃ মফিজুল ইসলাম।]
মাটির ধরার
ফুলদানিতে তোর হবে কি ঠাঁই, [রেকর্ড
নং N. 9726।]
মাটির ধরার ফুলদানিতে হবে না
তোর ঠাঁই, [
''হিন্দোল'', ৪র্থ খণ্ড, পৃঃ ১৫, স্বরলিপিকারঃ মফিজুল ইসলাম।]
বসন্ত যে নাই হায়
বসন্ত
যে নাই [রেকর্ড
নং N. 9726।]
বসন্ত যে নাই ওরে
বসন্ত
যে নাই [''হিন্দোল'',
৪র্থ খণ্ড, পৃঃ ১৫, স্বরলিপিকারঃ মফিজুল ইসলাম।]
কোন্ গোলকের
দেবতারে [রেকর্ড
নং N. 9726।]
কোন্
গোকুলের দেবতারে
[
''হিন্দোল'', ৪র্থ খণ্ড, পৃঃ ১৫, স্বরলিপিকারঃ মফিজুল ইসলাম।]
সে দেবতা নাই রে
হেথা শূন্য যে আজি গোকুল॥ [রেকর্ড
নং N. 9726।]
সেই দেবতা নাই রে হেথা শূন্য যে দুকূল॥
[
''হিন্দোল'', ৪র্থ খণ্ড, পৃঃ ১৫, স্বরলিপিকারঃ মফিজুল ইসলাম।]
বসন্ত যে নাই হায়
বসন্ত নাই
।
[রেকর্ড
নং N. 9726।]
বসন্ত যে নাই
['নজরুল-রচনাবলী',
৫ম খণ্ড, প্রথমার্ধ, পৃঃ ২৫৬, আবদুল কাদির সম্পাদিত]
শূন্য যে আজি
গোকুল॥
[রেকর্ড
নং N. 9726।]
শূন্য যে গোকুল॥
['নজরুল-রচনাবলী',
৫ম খণ্ড, প্রথমার্ধ, পৃঃ ২৫৬, আবদুল কাদির সম্পাদিত]
শূন্য যে গোকুল॥
['নজরুল-গীতি - আখণ্ড',
পৃঃ ১৩৪, আবদুল আজীজ আল - আমান সম্পাদিত]
গোলক-চাঁপা-খুঁজিস
কারে
[রেকর্ড
নং N. 9726।]
গোলক-চাঁপা
খুঁজি কার ['নজরুল-গীতি -
আখণ্ড', পৃঃ
১৩৪, আবদুল আজীজ আল - আমান সম্পাদিত]
রেকর্ডে
গীত সুরটি কবি প্রদত্ত নহে─ইহার
ভাষার সহিত আসল গানের কিছু তফাৎ আছে। গানখানি স্বরলিপি করিয়া দিয়াছেন আমার
সুযোগ্য শিষ্য শ্রীমান ফটিকচন্দ্র নস্কর মহাশয়।
─এই
সঙ্গে কবি প্রদত্ত সুরের প্রথম লাইন স্বরলিপি করিয়া দিলাম।
─
ইতি স্বরলিপিকার।
[সূত্র: একশো গানের নজরুল
স্বরলিপি, চতুর্থ খণ্ড (হরফ প্রকাশনী। জানুয়ারি
২০০০)]
রেকর্ডে
গীত সুরটি কবি প্রদত্ত নহে─ইহার
ভাষার সহিত আসল গানের কিছু তফাৎ আছে। এখানে আসল গানটি দেওয়া হইল─তবে
স্বরলিপিতে রেকর্ডের ভাষাই ব্যবহার করা হইয়াছে। গানখানি স্বরলিপি করিয়া দিয়াছেন
আমার সুযোগ্য শিষ্য শ্রীমান ফটিকচন্দ্র নস্কর মহাশয়।
─এই
সঙ্গে কবি প্রদত্ত সুরের প্রথম লাইন স্বরলিপি করিয়া শেষে দিলাম।
─
ইতি নিতাই ঘটক।
[সূত্র: শ্রেষ্ঠ নজরুল
স্বরলিপি (হরফ প্রকাশনী।
Deluxe Edition : July 2011)]
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের মে মাসে H.M.V. রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ হয়েছিল। সেই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৭ বৎসর।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: