বিষয় : নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
৯৩.
শিরোনাম :
জাগো মালবিকা ! জাগো মালবিকা !

পাঠ ও পাঠভেদ:

 রাগঃ আনন্দী, তালঃ ত্রিতা
জাগো মালবিকা ! জাগো মালবিকা !
ডাকে তোমায় গগন-সীমায় মেঘ-বালিকা

বরষার মিনতি মানো, মেঘপানে ভুরু হানো,
বন-ডালি ভরি' আনো নীপ-যুথিকা
তব অবগুণ্ঠন খোলো, তমাল ঝুলনায় দোলো,
তরঙ্গ-লহরি তোলো সাগরিকা