বিষয় :
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা :
৯৩.
শিরোনাম
:
জাগো মালবিকা
! জাগো মালবিকা
!
পাঠ ও পাঠভেদ:
রাগঃ আনন্দী, তালঃ ত্রিতাল
জাগো মালবিকা ! জাগো মালবিকা !
ডাকে তোমায় গগন-সীমায় মেঘ-বালিকা॥
বরষার মিনতি মানো, মেঘপানে ভুরু হানো,
বন-ডালি ভরি' আনো নীপ-যুথিকা॥
তব অবগুণ্ঠন খোলো, তমাল ঝুলনায় দোলো,
তরঙ্গ-লহরি তোলো সাগরিকা॥
পাঠভেদ
আছে।
তরঙ্গ-লহরী
তোলো সাগরিকা॥
[রেকর্ড
নং F.T. 4171।
]
তরঙ্গে
লহরি তোলো সাগরিকা॥
['নজরুল-গীতি
- অখণ্ড', পৃঃ ২৯৯,
আবদুল আজীজ আল - আমান সম্পাদিত]
তরঙ্গে
লহরি তোলো সাগরিকা॥ ['গীতি সংকলন, কাজী নজরুল ইসলাম', ২য় খণ্ড, পৃঃ ২৭৭,
রফিকুল ইসলাম সম্পাদিত।]
বি.দ্র:
মূল গান এখানে 'জাগো মালবিকা' বলে শেষ হলেও রেকর্ডে অন্তরার (বরষার মিনতি)
সম্পূর্ণ অংশটি একবার গেয়ে গান শেষ হয়েছে।
[সূত্র: নজরুল-সঙ্গীত
স্বরলিপি, পঞ্চম খণ্ড (নজরুল
ইন্সটিটিউট। ফেব্রুয়ারি ১৯৯৭)]
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে Twin. রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ হয়েছিল। সেই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: