বাংলাদেশের ইতিহাস
প্রাগৈতিহাসিক কাল থেকে এই ইতিহাসের শুরু। যা একই সাথে পৃথিবীর ইতিহাসের অংশ এবং ছোটো পরিসরে ভারতবর্ষের ইতিহাসের অংশ। তবে বাংলাদেশের সামগ্রিক ইতিহাসের রূপরেখা ভারতবর্ষের ইতিহাসের অংশ হিসেবে বিশেষ মর্যাদা দিতেই হয়। সব মিলিয়ে প্রসঙ্গক্রমে উঠে আসে- ২ লক্ষ বৎসর আগে প্রাইমেট বর্গের অন্তর্গত হোমিনিডি গোত্রের হোমো (Homo) গণের অন্তর্গত Homo sapiens এর আবির্ভাব, আদি মানবগোষ্ঠীগুলোর অংশবিশেষের ভারতবর্ষে প্রবেশ, নানা জাতের মানুষের সংমিশ্রণে গড়ে উঠা বাঙালি, মধ্যযুগীয় বাংলাদেশ, ব্রিটিশ ও পাকিস্তান আমলের বাংলা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং তার পরবর্তী অধ্যায়গুলো সবই মিলিয়ে বাংলাদেশের ইতিহাস। এই বিশাল ইতিহাসের পরিক্রমাকে কালানুক্রমে সাজানোর সূত্রে এই অংশে একটি বিষয়সূচি দেওয়া হলো। আশা করা যায়, এই সূচি পাঠকদের বিশেষ সুবিধা দেব।