বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি

কোনো নির্দিষ্ট পরিবার বা সমাজ বা জনগোষ্ঠীর ভিতরে কিছু বিশ্বাস, প্রথা, মূল্যবোধ, আচরণ, শিক্ষা ইত্যদির প্রজন্ম থকে প্রজন্মে পালিত হয়ে থাকে এবং যা পরিবার বা সমাজ বা জনগোষ্ঠীর প্রতিটি সদস্য গৌরবের সাথে চর্চা করে। ঐতিহ্য মূলত সমাজিক। সমাজের সদস্যদের অবস্থানের উপর ভিত্তি করে ঐতিহ্য বিভিন্ন ধরনের হতে পারে। জাতি হিসেবে বাঙালি কিছু ঐতিহ্যকে ধারণ করে থাকে। বিষয়ের বিচারে এর উপাদানগুলো হলো ভাষা ও সাহিত্য, খাদ্যাভ্যাস, পোশাক, আচরণ, স্থাপত্য ইত্যাদি।

বাংলা ভাষা একটি ক্রমবিবর্তনের মধ্য আজকের এই দশায় পৌঁছেছে। এই ভাষায় রচিত সাহিত্য কর্ম তার অংশ বিশেষকে ধারণ করে মাত্র। ভাষার পাশাপাশি গড়ে উঠেছে সঙ্গীত, চিত্রকলা, পোশাক ইত্যাদি। আর দীর্ঘদিনের চর্চিত মানবিক আচরণ নিয়ে যে সংস্কৃতি গড়ে উঠেছে, তাকে বলতে পারি সাংস্কৃতিক ঐতিহ্য। এর উপাদানগুলো হলো সামাজিক আচরণ, লোকাচার ভিত্তিক আচরণীয় অভ্যাস  ইত্যাদি। মূলত দীর্ঘদিনের সংস্কৃতি চর্চার গৌরবময় প্রেক্ষাপট এবং তার অনুশীলনই ঐতিহ্যে পরিণত হয়।

বাঙালির ঐতিহ্য সাংস্কৃতিক উপাদানসমূহের তালিকা