জলপাইগুড়ি
ভিন্ন নাম পশ্চিম বাংলা।
ভৌগোলিক স্থানাঙ্ক : ৮৮° উত্তর ৮৯°৫৩পূর্ব।

ভারত প্রজাতন্ত্রের পশ্চিমবঙ্গ নামক প্রদেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এই অঞ্চলটির প্রশাসনিক নাম জলপাইগুড়ি বিভাগ। জলপাইগুড়ি শহর একই সাথে বিভাগীয় এবং জেলা সদর। পশ্চিমবঙ্গের উত্তরাংশের সীমান্তে অবস্থিত। এর উত্তরে ভুটান, পূর্বে  ভারত প্রজাতন্ত্রের আসাম, দক্ষিণে বাংলাদেশ, পশ্চিমে নেপাল।

হিমালয়ের প্রান্ত ছুঁয়ে থাকা এই অঞ্চলটি এক সময় কোচবিহারের রাজার অধীনে ছিল। এরপর ডুয়ার্স এবং জলাপাইগুড়ি জেলার একটি বিশাল অংশ ভুটানের রাজা দখল করে নিয়েছিল। ফলে প্রাক্-ব্রিটিশ যুগে এই অঞ্চল ভুটানের অংশ হিসেবেই ছিল। ১৮৬৪-৬৫ খ্রিষ্টাব্দে ভুটানের সাথে ব্রিটিশদের যুদ্ধ হয়। এই যুদ্ধে ভুটানিদের কাছ থেকে এই অঞ্চল অধিকার করে, তাদের শাসনাধীনে আনে। প্রাথমিক অবস্থায় ব্রিটিশরা এই অঞ্চলকে ভুটান-ডুয়ার্স নামে চিহ্নিত করেছিল। ১৮৬৯ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি রংপুর জেলার ৫টি থানা এবং ভুটানের কাছ থেকে অধিকার করা ডুয়ার্সের অংশবিশেষ যুক্ত করে জলপাইগুড়ি জেলা তৈরি করা হয়। এই সময় জলপাইগুড়ি জেলার দুটি অংশের নাম ছিল রেগুলেটেড এরিয়া (রংপুরের ৫টি জেলা) ও নন রেগুলেটেড এরিয়া (ভুটানের কাছ থেকে জয় করা ডুয়ার্সের অংশ)। ১৯৪৭ খ্রিষ্টাব্দের পূর্বে এই জেলার আয়তন ছিল ৩,০৫০ বর্গমাইল। ১৯৪৭ খ্রিষ্টাব্দে পাক-ভারত বিভাজনের সময় এই জেলার ৫টি থানা তৎকালীন পূর্ব-পাকিস্তানের অধীনে চলে যায়। ফলে এই জেলার আয়তন কমে দাঁড়ায় ২,৩৭৮ বর্গমাইল।

২০১৪ খ্রিষ্টাব্দের ২৫ জুন জলপাইগুড়ি জেলাকে ভাগ করে দুটি জেলায় পরিণত করা হয়। নবগঠিত এই জেলা দুটি হলোআলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি।

জলপাইগুড়ি বিভাগের জেলা পরিচিতি
১৯৪৭ খ্রিষ্টাব্দে ভারত স্বাধীনতা লাভের পর,
বিভাগটি ৭টি জেলা নিয়ে গঠিত।

১. জলপাইগুড়ি। এর প্রশাসনিক স্থান জলপাইগুড়ি সদর।  জেলাটি ১৯৪৭ খ্রিষ্টাব্দে গঠিত হয়েছিল। মহকুমা : জলপাইগুড়ি সদর, মাল)
২. কোচবিহার (জেলা সদর কোচবিহার।  ১৯৫০ খ্রিষ্টাব্দে গঠিত। মহকুমা : কোচবিহার সদর, দিনহাটা, মাথাভাঙ্গা, মেকলীগঞ্জ, তুফানগঞ্জ)৩. দার্জিলিং (জেলা সদর দার্জিলিং।  ১৯৪৭ খ্রিষ্টাব্দে গঠিত। মহকুমা : দার্জিলিং সদর,
কালিম্পিং, কার্শিয়ং, শিলিগুড়ি)
৪. উত্তর দিনাজপুর (জেলা সদর রায়গঞ্জ।  ১৯৯২ খ্রিষ্টাব্দে গঠিত। মহকুমা : রায়গঞ্জ সদর, ইসলামপুর)
৫. দক্ষিণ দিনাজপুর (জেলা সদর বালুরঘাট।  ১৯৯২ খ্রিষ্টাব্দে গঠিত। মহকুমা : বালুরঘাট সদর, গঙ্গারামপুর)
৬. মালদহ (জেলা সদর ইংলিশবাজার।  ১৯৪৭ খ্রিষ্টাব্দে গঠিত। মহকুমা : চাঁচল, মালদহ সদর)
৭. আলিপুরদুয়ার (আলিপুরদুয়ার। ২০১৪ খ্রিষ্টাব্দ)

 


সূত্র :
http://www.wbgov.com/
http://www.mapsofindia.com/