উড়িষ্যা

ইংরেজি : Odisha
ওড়িয়া ଓଡ଼ିଶା (ওড়িশ)।

ভারতীয় প্রজাতন্ত্রের পূর্ব উপকূলে অবস্থিত একটি রাজ্য।

ভৌগোলিক স্থানাঙ্ক : ২০
°১৫উত্তর ৮৫°৩০পূর্ব।
ভৌগোলিক অবস্থান : উত্তরে রয়েছে ঝাড়খণ্ড, উত্তর-পূর্বে পশ্চিমবঙ্গ, পূর্বে
বঙ্গোপসাগর, দক্ষিণে অন্ধ্র প্রদেশ ও পশ্চিমে ছত্তিসগড়।
রাজধানী : ভুবনেশ্বর।
আয়তন : ১,৫৫,৮২০ বর্গকিলোমিটার, ৬০,১৬০ বর্গ মাইল।
জনসংখ্যা : ৪,১৯,৪৭,৩৫৮ (২০১১)।

ভাষা : ওড়িয়া।

 

প্রাচীন ভারতে এই রাজ্যে ছিল কলিঙ্গ নামক জনপদের অংশ।

 

পুরো প্রদেশ ৩০টি জেলায় বিভাজিত। এই বিভাগগুলো হলো-  Angul, Boudh, Bhadrak, Bolangir, Bargarh, Balasore, কটক, Debagarh, Dhenkanal, Ganjam, Gajapati, Jharsuguda, Jajpur, Jagatsinghpur, Khordha, Keonjhar, Kalahandi, Kandhamal, Koraput, Kendrapara, Malkangiri, Mayurbhanj, Nabarangpur, Nuapada, Nayagarh, Puri, Rayagada, Sambalpur, Subarnapur, Sundargarh.