![]() |
|
মরক্কোর পতাকা |
মরক্কো
ইংরেজি Morocco
আরবি:
المغرب;
বার্বার: ⵍⵎⴰⵖⵔⵉⴱ;
ফরাসি: Maroc
উত্তর
আফ্রিকারএ কটি স্বাধীন রাষ্ট্র। এর রাজধানীর নাম রাবাত।
আরবি মরক্কো শব্দের অর্থ হলো- পশ্চিমের রাজ্য। তবে দেশটির প্রাচীন রাজধানী
মারাক্কেশ। বার্বার ভাষায় এর অর্থ স্রষ্টার দেশ। কালক্রমে দেশটির নাম মারাক্কেশ
থেকে মরক্কো হয়েছে।
ভৌগোলিক অবস্থান:
৩৪°০২′
উত্তর
৬°৫১′
পশ্চিম।
এর উত্তরে
ভূমধ্যসাগর,
স্পেন ও
জিব্রাল্টার প্রণালী; পূর্বে আলজেরিয়া;
দক্ষিণে পশ্চিম সাহারা অঞ্চল। আর পশ্চিমে আটলান্টিক মহাদেশ। দক্ষিণের পশ্চিম সাহারা
অঞ্চল মরক্কো নিজেদের এলাকা হিসেবে দাবী করে থাকে। এই সূত্রে ১৯৭৫ খ্রিষ্টাব্দ থেকে
ওই অঞ্চলের বেশিরভাগ মরক্কো নিজেদের দখলে রেখেছে।
আয়তন: ৭১০ বর্গকিলোমিটার। পশ্চিম সাহারা অঞ্চল-সহ ৪,৪৬,৫৫০ বর্গকিলোমিটার।
আবহাওয়া:
জনসংখ্যা: ২০১৪ খ্রিষ্টাব্দের অনুমানিক হিসাব ৩,৩৮,৪৮,২৪২।
ভাষা: আরবি ও ফরাসি
ধর্ম: ইসলাম
মুদ্রা: ইউরো।
উল্লেখযোগ্য স্থাপত্য:
হাসান দ্বিতীয় [মসজিদ]