স্পেনের পতাকা


ইংরেজি  Spain
সরকারি নাম:
Reino de España

দক্ষিণ-পশ্চিম
ইউরোপের  একটি স্বাধীন রাষ্ট্র। এর রাজধানীর  নাম মাদ্রিদ।

ভৌগোলিক অবস্থান: ৪০° উত্তর ° পশ্চিম।  এর উত্তরে আটলান্টিক মহাসাগর; উত্তর-পূর্বে ফ্রান্স; পূর্বে ভূমধ্যসাগর এবং পশ্চিমে পর্তুগাল। এছাড়া আটলান্টিক মহাসাগরের লাস কানারিয়াস দ্বীপপুঞ্জ এবং ভূমধ্যসাগরের বালেয়ারীয় দ্বীপপুঞ্জগুলিও স্পেনের শাসনাধীন। মরক্কোতে সেউতা এবং মেলিইয়া নামক দুটি ছিটমহল স্পেনের অধীনে রয়েছে। অন্যদিকে উত্তর আফ্রিকার উপকূলের কাছে অবস্থিত পেনিয়ন দে বেলেস দে লা গোমেরা নামক দ্বীপ, আলহুসেমাস ও চাফারিনাস দ্বীপপুঞ্জগুলিও স্পেনের অধিকারে রয়েছে। স্পেনের দক্ষিণাংশে রয়েছে জিব্রাল্টার প্রণালী। এই প্রণালীর অপর পারে রয়েছে আফ্রিকার মরক্কো

আয়তন: ৫,০৫,৯৯০ বর্গকিমি (১,৯৫,৩৬০ বর্গমাইল)।
 
জনসংখ্যা: ২০১৬ খ্রিষ্টাব্দের অনুমানিক হিসাব ৪,৬৩,৫৪,৩২১।

ভাষা: রাষ্ট্রীয় ভাষা স্প্যানিশ। এ ছাড়া ৪টি ভাষাকে সহ-সরকারী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। এগুলো হলো- কাতালান, গালিসীয়, বাস্ক এবং অক্সিতঁ ভাষাসমূহ।
ধর্ম: রোমান ক্যাথলিক প্রধান ধর্ম।
মুদ্রা: ইউরো।

 

স্পেনের উল্লেখযোগ্য নগরী: এ্যাকোরুনা, বার্সেলোনা, মাদ্রিদ।

 

স্পেনের ইতিহাস
মধ্যযুগের আগে কেল্ট এবং আইবেরিয় জনবসতি হিসেবে পরিচিত ছিল। রোমান শাসকরা একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের পর এই অঞ্চল তাদের সাম্রাজ্যভুক্ত করে। তখন এই স্থানের নাম ছিল হিসপিনিয়া। মধ্যযুগের শুরুর দিকে জার্মানরা এই অঞ্চল দখল করে নেয়। পরবর্তীকালে মুসলিম মুররা দেশটি জয় করে। এই সময় স্পেনের নাম ছিল আল আন্দালুস।

১৫শ শতকের দ্বিতীয়ার্ধে এসে উত্তর স্পেনের খ্রিষ্টান রাজ্যগুলি একত্র হয়ে মুর শাসকদের কাছ ইবেরীয় উপদ্বীপ দাবী করে। মুররা এই দাবী প্রত্যাখ্যান করলে, খ্রিষ্টান রাজ্যগুলো যুদ্ধ ঘোষণা করে। ১৪৯২ খ্রিষ্টাব্দে স্পেন থেকে শেষ মুর গোত্রীয় শাসনকর্তাকে বিতাড়িত হয় এবং স্পেন সাম্রাজ্যের সূচনা হয়। এই বছরেই ক্রিস্টোফার কলম্বাসের নেতৃত্বে স্পেনের রাজার জাহাজের নৌবহর আমেরিকা মহাদেশে পদার্পণ করে। এরপরে প্রায় ৩০০ বছর ধরে স্পেনীয় অভিযাত্রী এবং যোদ্ধারা আমেরিকা মহাদেশ আদিবাসীদের কাছ থেকে ভূমি দখল ও ধনসম্পদ লুট করে। ফলে দ্রুত স্পেন সম্পদশালী সাম্রাজ্যে পরিণত হয়। এরা বর্তমান মেক্সিকো থেকে চিলি পর্যন্ত উপনিবেশ স্থাপন করতে সক্ষম হয়।

১৭শ শতকেই স্পেনের অর্থনীতিতে স্থবিরতা দেখা দেয়। ১৮শ ও ১৯শ শতকে ইউরোপ মহাদেশ এবং সারা বিশ্বজুড়ে স্পেনের ক্ষমতা অবিরত হ্রাস পেতে থাকে।  বিংশ শতাব্দীতে এসে ১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত মতাদর্শের সংঘাতের উপর ভিত্তি করে স্পেনের গৃহযুদ্ধ চলে। এই যুদ্ধ শেষে স্বৈরশাসক ফ্রানসিস্কো ফ্রাংকোর চার দশকব্যাপী স্পেন বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত হয়ে। ১৯৭৫ খ্রিষ্টাব্দে ফ্রাংকোর মৃত্যুর পর হুয়ান কার্লোস নামক বুর্বন বংশের রাজা আবার সিংহাসনে বসেন এবং দেশটিতে একটি সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন।