ইউরোপ
বানান বিশ্লেষণ: ই+উ+র্+ও+প্+অ
উচ্চারণ:
iu.rop (ইউ.রোপ্)
শব্দ-উৎস: প্রাক্-ইন্দো-ইউরোপিয়ান
h1regʷos (অন্ধকার)> ফিনিসিয়ান ereb (সন্ধ্যা)+ আক্কাদিয়ান erebu> erubus> গ্রিক  Europa (ইজিয়ন সাগরের পূর্বতীর )অগ্রিক পৌরাণিক চরিত্র ( Εὐρώπη, Eurṓpē)) ইংরেজি Europe বাংলা ইউরোপ।
পদ: বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা {মহাদেশ | স্থলভূমি | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }

বিশ্বের সাতটি মহাদেশের একটি। এটি বৃহত্তর ইউরেশিয়া মহাদেশীয় ভূখণ্ডের পশ্চিমের উপদ্বীপটি নিয়ে গঠিত।

এর পূর্বদিকে উরাল পর্বতমালা, উরাল নদী ও কাস্পিয়ান সাগর এবং দক্ষিণ-পূর্ব দিকে ককেসাস পর্বতমালা, কুমা-মানিচ অবনমন ও কৃষ্ণ সাগর ইউরোপকে এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে। ইউরোপের উত্তরে রয়েছে উত্তর মহাসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণে ভূমধ্যসাগর।

ইউরোপের মোট আয়তন প্রায় ১,০১,৮০,০০০ বর্গকিলোমিটার। আঞ্চলিকতার বিচারে ইউরোপের রাষ্ট্রগুলোকে ৬টি প্রধান ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলো হলো
 

এছাড়া রয়েছে ভাষা ও সংস্কৃতির বিচারে ইউরোপের দুটি বিশেষ অঞ্চল রয়েছে। এই অঞ্চল দুটি উল্লিখিত যেকোনো ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়। এই বিশেষ দুটি অঞ্চল  হলো 


ইউরোপ মহাদেশের রাষ্ট্রসমূহের বর্ণানুক্রমিক তালিকা
অষ্ট্রিয়া
আইসল্যান্ড
আজারবাইজান
আয়ারল্যান্ড
আর্মেনিয়া
আলবেনিয়া
ইউক্রেন
ইতালি
এস্তোনিয়া
এ্যান্ডোরা
কাজাখস্তান
ক্রোয়েশিয়া
গ্রিস
চেক প্রজাতন্ত্র
জর্জিয়া
জার্মানি
ডেনমার্ক
তুরস্ক
নরওয়ে
নেদারল্যান্ড্‌স
পর্তুগাল
পোল্যান্ড
ফিনল্যান্ড
ফ্রান্স
বসনিয়া ও হার্জেগোভিনা
বুলগেরিয়া
বেলজিয়াম
বেলারুশ
ভ্যাটিকান সিটি রাষ্ট্র
মন্টিনিগ্রো
মাল্টা
মোনাকো
মোলদোভা
ম্যাসেডোনিয়া প্রজাতন্ত্র
যুক্তরাজ্য
রাশিয়া
রোমানিয়া
লাতভিয়া
লিথুয়ানিয়া
লিশ্‌টেনশ্‌টাইন
লুক্সেমবুর্গ
সাইপ্রাস
সান মারিনো
সার্বিয়া
সুইজারল্যান্ড
সুইডেন
স্পেন
স্লোভাকিয়া
স্লোভেনিয়া
হাঙ্গেরি


সূত্রঃ