পর্তুগালের পতাকা

পর্তুগাল

ইংরেজি  Portugal
সরকারি নাম:
Portuguese Republic (Portuguese: República Portuguesa

দক্ষিণ-পশ্চিম
ইউরোপেরকটি স্বাধীন রাষ্ট্র। এর রাজধানীর  নাম লিসবন। দৌউরু নদীর মোহনায় অবস্থিত প্রাক্তন রোমান বসতি পোর্তুস কালে থেকে পর্তুগাল নামটি এসেছে।

ভৌগোলিক অবস্থান: ৩৮°৪৬ উত্তর °১১ পশ্চিম।  এর উত্তর ও পশ্চিমে স্পেন এবং পশ্চিম ও দক্ষিণাংশ জুড়ে রয়েছে আটলান্টিক মহাসাগর। এছাড়া দুটি স্বায়ত্তশাসিত দ্বীপপুঞ্জ পর্তুগালের নিয়ন্ত্রণাধীন রয়েছে। দ্বীপুঞ্জ দুটি হলো- আসোরেস এবং মাদেইরা।


আয়তন: ৯২,২১২ বর্গকিলোমিটার (৩৫,৬০৩ বর্গমাইল)।
আবহাওয়া: দেশটি মোটামুটি আয়তাকৃতির। এর উত্তরের পার্বত্য ভূমি অরণ্যে ছাওয়া। ফলে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। এই অঞ্চলের দোউরু নদীর তীরবর্তী উপত্যকা আঙুরক্ষেতের জন্য বিখ্যাত। পর্তুগালের মধ্য ও দক্ষিণ ভাগ অপেক্ষাকৃত উষ্ণতর এবং শুষ্কতর। এই অঞ্চলে আঙ্গুর ছাড়াও গম ও অন্যান্য কৃষিদ্রব্য উৎপন্ন হয়। এছাড়া এই অঞ্চলে প্রচুর কর্ক, ওক ও জলপাই গাছ দেখা যায়। দেশের সর্ব-দক্ষিণে আলগার্ভে নামট অঞ্চলটি বেশ উষ্ণ।

জনসংখ্যা: ২০১৬ খ্রিষ্টাব্দের অনুমানিক হিসাব ১,০৩,৭৯,৫৭৩।

ভাষা: পোর্তুগিজ।
ধর্ম: রোমান ক্যাথলিক প্রধান ধর্ম।
মুদ্রা: ইউরো।

 

পর্তুগালের ইতিহাস
খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে পর্তুগাল রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল।  খ্রিষ্টীয়য় ৫ম শতকে রোমান শাসনের অবসান হয়। এরপর দেশটি জার্মানদের অধিকারে চলে যায়। এরপর উত্তর আফ্রিকা আগত মুসলমানেরা দেশটি দখল করে। এরপর ধীরে স্পেনের স্থানীয় রাজার অধীনে চলে যায়। তবে এই সময় ঠিক স্বাধীন পর্তুগাল সাম্রাজ্য বিকশিত হয় নি। পর্তুগাল একটি স্বাধীন রাজ্যে পরিণত হয়েছিল ১২শ শতকে।

১৫শ শতকে পর্তুগাল ইউরোপের প্রধান সমুদ্রাভিযান কেন্দ্রে পরিণত হয়। এই সময় এরা শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলে। পরবর্তী প্রায় ১০০ বৎসর পর্তুগিজ নাবিকেরা বিশ্ব ভ্রমণে বেরিয়ে যান। এই সময় সমুদ্র পথে বাণিজ্য সম্প্রসারিত হয়। এই নাবিকদের সহায়তায় পর্তুগাল একটি বৃহৎ সাম্রাজ্য গড়ে তোলে। আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চল ছিল এই সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ।

১৬শ শতকের শেষ নাগাদ পর্তুগালের শক্তি ও সম্পদ নিঃশেষ হয়ে যায় এবং দেশটি তার বেশির ভাগ এশীয় উপনিবেশ হারায়। পর্তুগাল তার বৃহত্তম উপনিবেশ ব্রাজিলের উপর ১৯শ শতক পর্যন্ত এবং তার বিশাল আফ্রিকান সাম্রাজ্যের উপর ২০শ শতক পর্যন্ত নিয়ন্ত্রণ বজায় রাখতে পেরেছিল।

১৯১০ খ্রিষ্টাব্দ পর্যন্ত পর্তুগালে রাজতন্ত্র প্রচলিত ছিল। ঐ বছর পর্তুগালে প্রথম প্রজাতন্ত্রের আবির্ভাব ঘটে। ১৯২৬ খ্রিষ্টাব্দে কু-এর মাধ্যমে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং এটি পাঁচ দশক ধরে পর্তুগাল শাসন করে। ১৯৬০-এর দশকে আফ্রিকাতে ঔপনিবেশিক যুদ্ধের কারণে পর্তুগালের সম্পদ হ্রাস পায় এবং জাতীয় অর্থনীতি দুর্বল হয়ে পড়ে।

১৯৭৪ খ্রিষ্টাব্দে পর্তুগালে একটি বিপ্লব ঘটে এবং একটি সামরিক সরকার ক্ষমতায় আসে। ১৯৭৫ খ্রিষ্টাব্দে পর্তুগাল তার সমস্ত আফ্রিকান উপনিবেশকে স্বাধীনতা দিয়ে দেয়। ১৯৭৬ খ্রিষ্টাব্দে প্রণীত নতুন সংবিধানে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। তখন থেকে পর্তুগাল ইউরোপের সাথে নতুন করে সম্পর্ক স্থাপন করেছে এবং অর্থনীতির আধুনিকায়নে জোর দিয়েছে। পর্তুগাল ১৯৮৬ খ্রিষ্টাব্দে ইউরোপীয় ইউনিয়ন যোগদান করে। ১৯৯৯ খ্রিষ্টাব্দে মুদ্রা হিসেবে ইউরো-কে গ্রহণ করে। ১৯৯৯ খ্রিষ্টাব্দে পর্তুগাল এশিয়াতে তার শেষ উপনিবেশ মাকাও-কে চীনের কাছে ফেরত দেয়।