সুইজারল্যান্ডের পতাকা

সুইজারল্যান্ড
ইংরেজি  switzerland

পশ্চিম
ইউরোপের  একটি স্বাধীন রাষ্ট্র। এর রাজধানীর  নাম বার্ন।

ভৌগোলিক অবস্থান: ৪৬°৫০ উত্তর °২০ পূর্ব।  এর উত্তরে জার্মানি; পূর্বে অস্ট্রিয়া, দক্ষিণে ইতালি এবং পশ্চিমে ফ্রান্স।

আয়তন: ৪১,২৮৫ বর্গকিমি (১৫,৯৪০ বর্গমাইল)।
 
জনসংখ্যা: ২০১৬ খ্রিষ্টাব্দের অনুমানিক হিসাব ৮৪,০১, ১২০।

ভাষা: রাষ্ট্রীয় ভাষা জার্মান, ফরাসি, ইতালিয়ান এবং রোমাশ।
ধর্ম:
খ্রিষ্টান।
মুদ্রা: সুইস ফ্রাঙ্ক।

 

উল্লেখযোগ্য নগরী: জুরিখ, বার্ন।